খেলার শুরু থেকেই বার্সেলোনা দারুন এটাকের মাধ্যমে নাস্তানাবুদ করে ফেলে চির প্রতিদ্বন্দীদের। ১ম গোলটি আসে ৩৩ মিনিটে বার্সেলোনা খেলোয়াড় ১৮ বছর বয়সী গাভির কাছ থেকে। এরপর একের পর এক এটাকে খেলা হয়ে উঠে শ্বাসরুদ্ধকর। প্রথমার্ধের শেষ মিনিটে গাভির এসিস্টে রবার্ট লেওয়ানডস্কির অসাধারণ ফিনিশে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর থেকে আবার এটাক,কাউন্টার এটাক শুরু হয়।ম্যাচের ৬৯ মিনিটে গাভির এসিস্টে পেদ্রির অসাধারণ গোলে বার্সা ৩-০ গোলের লিড নিলে ম্যাচ থেকে ছিটকে যায় আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ মিনিটে করিম বেঞ্জেমার গোলে ৩-১ গোলে ম্যাচ গড়াতেই রেফারির বাশিতে চ্যাম্পিয়ন বনে যায় বার্সেলোনা। মেসি পরবর্তী ১ম কোনো ট্রফি পেল বার্সেলোনা তাও আবার মেসি সতীর্থ বর্তমান বার্সা ম্যানেজার জাভির মাধ্যামে।