এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার ও লুণ্ঠিত সিএনজি অটোরিক্সা ও মোবাইল উদ্ধার।
গত ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৭.০০ ঘটিকার সময় মেজরটিলা বাজার এলাকা হতে যাত্রীবেশে ৫ জন সিএনজি অটোরিক্সা (রেজিঃ নম্বর-সিলেট-থ-১২-৯৩২০) ভাড়া করে চালক তজন মিয়াকে (পিতা-আব্দুল করিম, সাং-মেঘালয় চা বাগান, থানা-এয়ারপোর্ট, সিলেট) দলদলি চা-বাগান এলাকায় নিয়ে গিয়ে ধারালো ছুরি দ্বারা আক্রমণ করে মারাত্মক জখম করে। পরে সিএনজি, একটি PROTON বাটন ফোন, নগদ ২,০০০/-টাকা, গলায় থাকা ২ভরি ওজনের রুপার তৈরী চেইন, সিএনজি অটোরিক্সার মূল কাগজ সহ জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স কার্ড নিয়া চলে যায়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-১৫, তাং-৩০/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
উল্লেখিত মামলায় আসামীদের গ্রেফতারী অভিযান পরিচালনা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকায় গত ২০/০৩/২০২৫খ্রিঃ তারিখ শাহপরান (রহ:) থানাধীন তেররতন এলাকা হতে ১। মোঃ সাইফুল (২৮), পিতা-বাবুল আহমেদ, সাং-তালবাড়ী খারপাড়, থানা-কানাইঘাট, জেলা-সিলেট বর্তমান সাং-উপশহর (তেররতন), থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট এর হেফাজত হতে ভিকটিমের ব্যবহৃত বাটন মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে সেই সূএ ধরে ২। মোঃ নাঈম (২৪), পিতামৃত-আব্দুল মোতালেব, সাং-অষ্টগ্রাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ বর্তমান সাং-উপশহর-তেররতন, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট ৩। মোঃ শওকত (২৮), পিতা মৃত-সামান আলী, সাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা- সিলেট বর্তমান সাং-উপশহর-তেররতন, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট এবং গত ০৬/০৪/২০১৪ খ্রিঃ তারিখ আসামী ৪। আলী হোসেন @মাইল্লা(৩২), পিতা-মৃত কাদির মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং- বালুচর (জোনাকী ০১নং বাড়ি), থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেটকে অত্র থানাধীন সাহেবের বাজার এলাকা হতে ৫। সাদিউর রহমান সোহেল (২৮), পিতা-সালেক উদ্দিন, মাতা-বেদানা বেগম, সাং-শ্রীঘর, থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়িয়া, মৌলভীবাজার সদর থানাধীন চাদনীঘাট এলাকা হতে ৬। মোঃ শুভ মিয়া(২২), পিতা-বাবুল মিয়া, মাতা-আরমান আরা, সাং-শ্রীঘর, থানা- নাসিরনগর, জেলা-ব-বাড়িয়াকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন শ্রীঘর গ্রাম হতে ৭। মোবাশ্বির আহমদ (২৪), পিতা-নুরুল হক, মাতা-আকলিমা খাতুন, সাং- হরিনাকোনা (৫শংকরাব ইউনিয়ন), থানা-লাখাই, জেলা- হবিগঞ্জকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল গ্রাম থেকে হতে ও গত ২২/০৩/২০২৫খ্রিঃ তারিখ ৮। এখলাছ (২৫), পিতামৃত-টিটু মিয়া, স্থায়ী সাং- বুল্লা, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ বর্তমান সাং-তেররতন, উপশতর, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামী এখলাছ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পরবর্তীতে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও আসামীদের জবানবন্দির ভিত্তিতে ১৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকা থেকে লুণ্ঠিত সিএনজি (চেসিস নং MBX0002EFSD875474, ইঞ্জিন নং TBP3MDS3004981), মূল কাগজপত্র ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে।