কিশোরগঞ্জের কটিয়াদীতে অসহায়, হতদরিদ্র গরিব ৫ শতাধিক পরিবারকে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদ ইসলাম

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসহায়, হতদরিদ্র গরিব ৫ শতাধিক পরিবারকে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদ ইসলাম।  
 ২৯ ই মার্চ শনিবার উপজেলার আনন্দবাজার সন্নিকটস্থ মাহমুদ প্যালেস প্রাঙ্গনে সকালে ঈদের এ উপহার সামগ্রী  প্রদান করা হয়। জনপ্রতি একটি শাড়ি/লুঙ্গি, ২ কেজি মাংস,  ২ কেজি  পোলাও, এক কেজি সয়াবিন তেল ও মসলা সামগ্রী  বিতরণ করা হয়। 
ঈদ সামগ্রী বিতরণ করেন  শিল্পপতি মাহমুদুল ইসলামের ছোট ভাই  জি এম কামরুল ইসলাম মোস্তফা, প্রভাষক তরিকুল ইসলাম, সাংবাদিক আশরাফুল  ইসলাম সুমন, সিরাজুল সালেহীন হিমেল, হাফেজ গোলাম কিবরিয়া, দলিল লেখক সারোয়ার হোসেন সরু, শফিকুল ইসলাম, হাফেজ মুজাহিদুল ইসলাম, সেলিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
কটিয়াদী পৌরসভার  ও মুমুরদিয়া  ইউনিয়নের ৭/৮ গ্রামের  অসহায়, বিধবা, হতদরিদ্র নারী পুরুষরা ঈদ উপলক্ষে জামাকাপড় ও খাদ্য সামগী পেয়ে খুবই খুশি হয়েছেন। উপহার সামগ্রী নিতে  আসা পৌরসভার   বেথইর গ্রামের নুরজাহানের মা বানেছা  খাতুন( ৬০) বলেন, আমি বিধবা নারী, আমার কোন ছেলে সন্তান নেই,নতুন জামা কাপড় কিনার সামর্থ্য নেই, আমি এই উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত।  তিনি আরো জানান,  শিল্পপতি  মাহমুদ ইসলাম সাহেব  আমাকে প্রতিমাসে ১ হাজার টাকা করে মাসিক  ভাতা প্রদান করেন। 

সামাজিক এ প্রশংসীয় উদ্যোগে শিল্পপতি মাহমুদুল ইসলামের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি দীর্ঘ ২৫ বছর যাবত এলাকায়  এ ধরনের বিভিন্ন সামাজিক কার্যক্রম  করে যাচ্ছেন।