কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) বিকাল ৪ টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী উপজেলা সদস্য সংগ্রহ ও নবায়ন মনিটরিং কমিটির আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.মাজহারুল ইসলাম,শিহাব উদ্দিন ফরহাদ,এড.ফায়জুল করিম মবিন, ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর লাল সাহা,যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম মিঠু,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিবসহ উপজেলা এবং ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিএনপি ১৫ বছর যাবত স্বৈরাচার বিরোধী আন্দোলন করে যাচ্ছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিএনপি নেতাকর্মীরা স্ত্রী সন্তান রেখে মাঠে-ঘাটে ধান ক্ষেতের আইলে ঘুমিয়েছেন। আজকে স্বৈরাচার পালিয়েছে কিন্তু একটি মহল নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত। যাদের প্রেমের বয়স যায় নাই তারা স্বপ্ন দেখছেন রাষ্ট্রক্ষমতার। মনে রাখবেন বিএনপি পিছন থেকে সরে গেলে একদিনও টিকে থাকতে পারবেন না। সুতরাং নির্বাচনের পক্ষে কাজ করুন তাতে দেশ ও জাতি উপকৃত হবে। 
প্রধান বক্তা রুহুল আমিন আকিল বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে। ৫ ই আগস্ট এর পরে জনগণের একটাই আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নির্বাচন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে রোড ম্যাপ দিয়েছেন সেটি বাস্তবায়ন করে একটি নির্বাচিত সরকার উপহার দিয়ে স্ব-সম্মানে চলে যাবেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে সভাপতি সহ অতিথিবৃন্দের হাত থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা নবায়ন ফরম গ্রহণ করেন।