কিশোরগন্জের কটিয়াদী উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে ও সচেতনতা বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা এবং" সবুজের পাঠশালা" নামক বিশেষ দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। 
বুধবার (৩০ জুলাই) রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনির শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ ফখর উদ্দিন ভূঞা ( ইমরান), সহকারী শিক্ষক আফসানা জামিল, জসিম উদ্দিন,  হাফিজুল হক, মোঃ ওমর ফারুক,  নন্দিতা রানী সরকার, সায়েম খান, রৌশনা বেগম, নাশিদ সুলতানা ও শাহরীন সুলতানা প্রমূখ। 

জলবায়ূ পরিবর্তনে ও সচেতনতা বিষয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মস্তুফা কামালের মডারেটরের হিসেবে সঞ্চালয়নায় বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে পক্ষ দলে নবম শ্রেনীর তাসমীম আক্তার তৃষা, মিশু আক্তার কারিমা ও দলনেতা হিসেবে তানজীম সরকারএবং বিপক্ষ দলে একই শ্রেনীর মোছাঃ রিয়ামনি, ফারজনা আক্তার ও দলনেতা হিসেবে মোছাঃ হাবিবা আক্তার শ্রাবন্তী অংশ গ্রহন করে। 
এতে বিচারকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান ও মনোয়ারা বেগম। বিতর্ক প্রতিযোগীতায় বিপক্ষ দল বিজয় লাভ করে। 
এদিকে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা(ইমরান) এর দায়িত্বে জলবায়ু সচেতনতা বিষয়ে একটা বিশেষ দেয়ালিকা "সবুজের পাঠশালা" প্রকাশ করা হয়। দেয়ালিকা সম্পাদনা করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবান আক্তার শ্রাবন্তী, মারিয়া সুলতানা নিভা, নুসরাত জাহান নৌরিন, মারিয়া আক্তার একামনি, নুসরাত জাহান ও মোছাঃ আক্তার। 
সবশেষে বিজয়ীয়েদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।