জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কটিয়াদী’র জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।


কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা জামায়েতের সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা কর্মসম্পাদন পরিষদের সদস্য জামাল উদ্দিন, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) এর চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন।