কর্ণফুলীতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মাদ্রাসা পাড়া এলাকায় পুকুরে ডুবে মোছাম্মৎ ইলিছা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।ইলিছা চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ির মো. হেলালের বড় মেয়ে। সে আজিম হাকিম স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইলিছা বাড়ির পাশে খেলা করছিল। অনেকক্ষণ ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে শিশুটির দেহ পানিতে ভাসতে দেখেন।পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ইলিছাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিঁশি।এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।