পটুয়াখালী, জেলা কলাপাড়া, উপজেলা আওতাধীন।কলাপাড়া ব্রিজ সংলগ্ন থেকে। পূর্ব দিকে একটি রাস্তা বয়ে গেছে। এই রাস্তাটি হল বালিয়াতলী থেকে বাবলতলা বাজার এবং চাপলী বাজার হতে লক্ষীবাজার এবং কুয়াকাটা পর্যন্ত এই রাস্তা সমাপ্তি হয়। এই রাস্তায় এই বর্ষার মৌসুমে জমি চাষ করার ট্রাক্টার । নিষিদ্ধ লোহার চাকা ব্যবহার করে। মেইন রাস্তার পেইজ ঢালাই উঠিয়ে ফেলছে এবং রাস্তার পাশের এজেন্ট এবং বেরিবাদ খার করে ফেলছে। এই রাস্তার বয়স এক বছর হয়েছে। এবং এই সড়ক দিয়ে কুয়াকাটা পর্যটক রা এই রাস্তা দিয়ে গঙ্গা মতি এবং কাউয়ার চর এবং সূর্য উদয় দেখতে যান। এবং পর্যটকরা বলেন। এই রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন এক্সিডেন্ট হওয়ার বেশি আশঙ্কা থাকে। কারণ জমি চাষ করার ট্রাক্টর লোহার চাকা ব্যবহার করে । মেইন রোড দিয়ে যখন যায় তখন ওই লোহার চাকায় যে কাঁদা লাগানো থাকে তা রাস্তার মাঝখানে পড়ে যায়। তারপর আমাদের যখন যানবাহন যায়। তখন কাঁদার উপর দিয়ে চাকা সিলিপ করে। এক্সিডেন্ট হয়। এবং স্থানীয়রা জানান একই কথা। এবং কলাপাড়া থেকে বালিয়াতলী এবং চাপলি বাজার পর্যন্ত। যত জনগণ আছেন তারা বলেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন এই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে। জরুরী ভাবে আইনি পদক্ষেপ নেন। এই বলে জনগণ এবং কুয়াকাটা আশা পর্যটকদের মন্তব্য।