সোমবার বিকেলে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়কের দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সোমবার বিকেলে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়কের দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হাসপাতাল সড়কের দুই পাশসহ বিভিন্ন স্থানে মশা নিধনের জন্য স্প্রে ছিটানো হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া যৌথভাবে এ কার্যক্রমের আয়োজন করে‌।

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব ও পরিবেশ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতা নজরুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, আশপাশের জলাবদ্ধতা দূর করা এবং ড্রেনেজ ব্যবস্থাপনা সচল রাখা অত্যন্ত জরুরি। যাতে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধ করা যায়। শহরবাসীকে একযোগে সচেতনভাবে কাজ করার আহ্বান জানাই।”

পৌর প্রশাসক ও ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভাকে সহায়তা করতে হবে।”