সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার চিনাউড়া হতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ২৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ি এবং লেহেঙ্গা জব্দ করলো বিজিবি টিম।
বিজিবি জানায়, সোমবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সুনামগঞ্জ সদর উপজেলার রংগারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া হতে *২০০ পিস ভারতীয় শাড়ী এবং ১০ পিস লেহেঙ্গা আটক করে।
যার আনুমানিক মূল্য পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।