টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধার, বালু মহালে লুটপাট বন্ধ, শ্রমিক স্বার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ আন্তঃ উপজেলা অধিকার পরিষদ।
মঙ্গলবার সকাল এগারোটায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন
আন্তঃ উপজেলা অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাসার, জেলা সুজন এর সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার,হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ,হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ন সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ ডট কম এর সম্পাদক মো. সুহেল আলম,হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান,জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী,যাদু কাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নদীর তীর কেটে ধ্বংস করা হচ্ছে, বাড়ীঘর,বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি কবরস্থান পর্যন্ত শেষ করে দিচ্ছে।
সুনামগঞ্জের হাজার হাজার শ্রমিকের কাম-কাজ বন্ধ রয়েছে।
অপরদিকে টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নামে হাওরের জীববৈচিত্র্য এবং পরিবেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাওরে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আর নেই। এই টাঙ্গুয়ার হাওরে এখন পানি ছাড়া আর কিছুই দেখা যায় না।
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।
আমরা চাই অনতিবিলম্বে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধার, বালু মহালে লুটপাট বন্ধ করতে হবে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের ব্যবস্হা করে দিতে হবে।
অন্যতায় সুনামগঞ্জের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা কঠিনতম আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।