লালমনিরহাটের কাকিনা মহিপুর রংপুর সড়কে বাস ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার দুপুরে কাকিনা পোনাহাটি এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিস্তা নদীতে ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২০২৩ সালের ২৮মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।
তবে গত বুধবার কাকিনা মহিপুর সড়কে বাস ট্রাক চলাচলের দাবীতে মানববন্ধন করে বাস ট্রাক মালিক সমিতি। এই মানববন্ধনের ৩ দিন পর এলজিইডির সংকীর্ণ এ রাস্তায় ভারী যান চলাচলে রাস্তার ক্ষতিসহ দুর্ঘটনা রোধে ভারী যান চলাচল না করার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, রাস্তাটি সড়ক ও জনপথ এর আওতায় নিয়ে সংস্কার ও প্রসস্থ্য করে ভারী যান চলাচলের দাবী জানান তারা।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,কাকিনা টু রংপুর এলজিইডির সংকীর্ণ এ রাস্তায় ভারী যান চলাচলে রাস্তার ক্ষতিসহ দুর্ঘটনা রোধে ভারী যান চলাচল না করার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা মানববন্ধনের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।