কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে টিসিবি'র পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে ওই পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।টিসিবি'র পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা পল্লী উন্নয়ন সমবায় এর সহকারি কর্মকর্তা মোঃ আল মামুন,ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,পীযূষ কান্তি রায়,গোলাম রব্বানী,খলিল সরদার,ফারজানা শওকাত,ইউপি সদস্য লাইলী পারভীন,রোজিনা পারভিন, পূর্ণিমা রানী,টিসিবি'র ডিলার সান্তি লাল মন্ডল, গ্রাম পুলিশসহ উপকার ভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
টিসিবি ডিলার (ভাই ভাই ট্রেডার্স নিউ) স্বত্তাধিকারী শান্তি লাল মন্ডল প্রতিনিধিকে জানান,বিষ্ণুপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৮ শত ৫৩ টি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে ৪৭০ টাকা প্যাকেজে ২ লিটার সোয়াবিন তেল ১০০টাকা প্রতি লিটার, ২কেজি মুশরির ডাল প্রতি কেজি ৬০ টাকা,৫ চাউল প্রতি কেজি ৩০ টাকা বরাদ্দকৃত পণ্য সামগ্রী বিতরন করা হয়েছে। টিসিবি' র পণ্য সরবরাহে বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জনগণ মনে করেন।