পরে সকাল ১১টার দিকে আটকা পড়া ট্রাকটি র্যাকার দিয়ে সরিয়ে নেওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। রেলক্রসিং এর সামনেও বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন সোনাখালি রেলক্রসিং অতিক্রম করার সময় রেল লাইনের উপর ওই গর্তেই একটি ধান বোঝাই ট্রাক বড় গর্তে আটকে বিকল হয়ে যায়।
পরে চালক স্থানীয়দের সহায়তায় অনেক চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এঘটনায় দীর্ঘসময় টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। এছাড়াও আরো কয়েকটি স্টেশনে কয়েকটি ট্রেন অনির্ধারিত যাত্রা বিরতি করে। পরে গাজীপুর থেকে র্যাকার এসে ট্রাক সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রেল ক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেলে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর মির্জাপুর স্টেশনে একটি ট্রেন আটকে পড়ে। যার কারণে ওই পথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, সকাল ৮টায় ঢাকা-রাজশাহী রেল রুটে সোনাখালি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাক আটকা পড়লে ঐ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ১১টার দিকে ট্রাকটি র্যাকার দিয়ে সরিয়ে নেওয়া হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।