মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের অভিযানে এক কেজি গাঁজা ও নগদ ৫০ হাজার টাকা সহ আমিরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রাইপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।
মঙ্গলবার ( ১৫ জুলাই ) সকাল ৭ টার সময় কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রাইপুর গ্রামের আমিরুল ইসলামের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে একটি মাদক বিরোধী রেইডিং টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রাইপুর গ্রামের আমিরুল ইসলামের বসতঘর তল্লাশী করে একটি সিনথেটিক ব্যাগের ভিতর পলিথিন প্যাকেট দ্বারা মোড়ানো গাঁজা ১ কেজি, মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আমিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।