রাজবাড়ীর কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোঃ আব্দুর রশিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোঃ মোজাহার আলী মন্ডলের ছেলে ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (১৪ মে) বেলা পৌনে ১২টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে এসআই রিপন মোল্লা, এসআই শাহাদত হোসেন ও এসআই চুন্নু শেখ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারী কালুখালী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।