বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় রাজধানীর পল্টন ময়দান মাঠে আগামী ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্রিস্টাল ইন্সুরেন্স জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশিপ (পুরুষ) - ২০২৫'।
এ উপলক্ষে আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানান বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জাহী শাপন। সঙ্গে ছিলেন সহ-সভাপতি মো. আনসুজ জামান, আবু মো. সাসাদ, সাধারণ সম্পাদক আর্থার উজ জামান এবং কোষাধ্যক্ষ মেস তালহা স্মল বার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৪টি দল অংশ নিচ্ছে, যাদেরকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। খেলাগুলোর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়রা অন্যান্য খেলার মতোই সরকারি ও ফেডারেশন নির্ধারিত সকল সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মাসিক ভাতা, প্রশিক্ষণ, আবাসন সুবিধা, ক্রীড়া ভিত্তিক বৃত্তি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
আয়োজকরা জানান, বর্তমান পরিচালনা কমিটি মাত্র দেড় মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে এবং এখনো পুরো প্রশাসনিক দায়িত্ব বুঝে না পেলেও ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছে। তাদের লক্ষ্য, বাংলাদেশে রাগবিকে জনপ্রিয় করা এবং আন্তর্জাতিক মানের রাগবি খেলোয়াড় তৈরি করা।
গ্রুপভিত্তিক অংশগ্রহণকারী দলগুলো হলো:
এ গ্রুপ: ছাতক, নড়াইল ফাইটার, এস আর
বি গ্রুপ: শরীয়তপুর, রংপুরিয়ান, সাতক্ষীরা
সি গ্রুপ: গ্লোরিয়াস, কুড়িগ্রাম, দিনাজপুর মডার্ন
ডি গ্রুপ: এস এইচ এ, মাদারটেক, ফরিদপুর পদ্মার পাড়
ই গ্রুপ: রহমান এক, জয়পুরহাট তরুণ, নারায়ণগঞ্জ
এফ গ্রুপ: মাগুরা, গোপালগঞ্জ, গফুর বেলুচ
জি গ্রুপ: চন্দনগাঁও, জামালপুর, ডিমলা
এইচ গ্রুপ: মনসুর, গাইবান্ধা লিজেন্ট, ঠাকুরগাঁও
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা রাগবির অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে উঠবে এবং দেশের প্রতিটি অঞ্চলের তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি বড় সুযোগ এনে দেবে।
সংবাদ সম্মেলনের শেষপর্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা নতুন জার্সি প্রদর্শনের মাধ্যমে এবারের আয়োজনের প্রতি তাদের প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করেন।