কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট সরকারি পাইলট স্কুল কর্তৃক আয়োজিত "সিরাত অলম্পিয়াড ও ইফতার মাহফিল" সম্পন্ন হয়েছে

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট সরকারি পাইলট স্কুল কর্তৃক আয়োজিত "সিরাত অলম্পিয়াড ও ইফতার মাহফিল" সম্পন্ন হয়েছে।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম পাইলট স্কুল এর পরিচালক ছফির উদ্দিন এর পরিচালনায় এবং সহকারী পরিচালক ফাহাদ হুসাইন এর সঞ্চালনায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর এর পৃষ্ঠপোষক জনাব মাসুদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর এর সাবেক পরিচালক ডা. ইমদাদ হাসান। এতে আরও উপস্থিত ছিলেন পাঠক ফোরাম সিলেট এর পরিচালক আফছার উদ্দিন কামরান ও সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয় ও অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন নাযিলের এই মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যানে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।
পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।