কিশোরগঞ্জের কটিয়াদীতে দাওয়াতি সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
১৮ ই এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দেশব্যাপী দাওয়াতি পক্ষ উপলক্ষে মুমুরদিয়া ইউনিয়ন জামাতের আয়োজনে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। মুমুরদিয়া ইউনিয়ন শাখার আমীর ওসমান গনি মারাজ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজুর রহমান এবং সহঃ সেক্রেটারী মোস্তাকিম হাসান এর যৌথসঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি সাংবাদিক সামসুল আলম সেলিম, উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা নায়েবে আমীর আলী কাওসার রনি, কটিয়াদী -পাকুন্দিয়া আসনের জামাতের প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুল মাল সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চাঁদাবাজ, দুর্নীতি,সুদ ঘুষ মাদক দূর করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে
ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থার বিকল্প নেই। বাংলাদেশ জামায়েত ইসলামীর সাথে যোগ দিয়ে দ্বীন কায়েমের সংগ্রামে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।