শনিবার ৫ এপ্রিল কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শিখর সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী সাহিত্য উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে। সাহিত্য উৎসবটি তিন পর্বে বিভক্ত ছিল। কিশোরগঞ্জ সাহিত্য উৎসব উদ্বোধন করেন রাষ্ট্রপতি পদক প্রাপ্ত গণসংগীত শিল্পী  সৈয়দ নুরুল আউয়াল তারা মিয়া। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ইতিহাসবিদ  প্রাবন্ধিক মোহাম্মদ আশরাফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন    কবি ও লোক গবেষক অধ্যাপক মহিবুর রহিম, সাংবাদিক সাহিত্যিক শামসুল আলম সেলিম, লেখক গবেষক শহীদুল্লাহ ফারুকী, কবি ও প্রাবন্ধিক ইসমাইল মুফিজী,কথা সাহিত্যিক সাদমান শাহীদ।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব  করেন বিশিষ্ট ব্যাংকার গবেষক প্রাবন্ধিক মোঃ মুসলিম উদ্দিন। উপস্থাপনায় ছিলেন কবি সাংবাদিক  কলামিষ্ট জনাব সাদেক আহমেদ। সাহিত্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কবি প্রাবন্ধিক ও সাংবাদিক ডঃ মাহবুব হাসান, প্রধান আলোচক  সাংবাদিক সুলাইমান আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনসুর আজিজ কবি ও সম্পাদক মনসুর আজিজ, কবি ও সম্পাদক আফসারী নিসাম, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি ও গল্পকার রহমান মাজিদ, কবি ও ছারাকার  বোরহান মাহমুদ, কবি ও সম্পাদক, হাসনাইন ইকবাল, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কবি জহির সাদাত, উপস্থাপনায় ছিলেন কবি সানাউল্লাহ খান ও  জিহাদ রায়হান। 
 সাহিত্য উৎসব সম্মেলনের তৃতীয় অধিবেশনে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা  হয়। আবুল হাশিম বুলবুল এর উপস্থাপনায়  সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কিশোরগঞ্জ কালচারাল একাডেমির শিল্পী ও কলাকুশলী বৃন্দ।