কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ছয়টি বসতঘরসহ আসবাবপত্র, ধান-চাল, গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন লাগে জাহাঙ্গীর আলমের বাড়িতে, সেখান থেকে তা দ্রুত ছড়িয়ে পড়ে তার ছোট ভাই জাহিদুল ইসলামের বাড়িতেও। মাত্র এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে ৬টি টিনশেড ঘর, ৩টি গরু, ৩টি ছাগল, ৫০টিরও বেশি হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়চোপড় ও বাইসাইকেলসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে তা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে তিনি সকালে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার সহায়তা প্রদান করেন। 

পরবর্তীতে তাদের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন