শনিবার (১২ জুলাই) সকাল ৯টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার দাড়িকান্দি নামক স্থানে গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম,ইমতিয়াজ রিয়াজ (৩০)
পিতা : দুলাল হাওলাদার
মাতা : মাসুদা বেগম
সাং :পূর্ব রতনপুর
থানা: কাজির হাট
জেলা বরিশাল।
তবে কাজির হাট থানা সুত্রে জানা সে ঐ এলাকার একজন দুষ্কৃতিকারী। কিভাবে সে তিতাসে আসলো তা জানার জন্য তদন্ত চলছে।