স্থানীয় জনগণ বলেন এবং ভুক্তভোগীরা ও বলেন। আমাদের কুয়াকাটায় একটি মাত্র হাসপাতাল। এই হাসপাতলে আমরা ঠিক মতন চিকিৎসা পাচ্ছি না। এবং পর্যটকরা বলেন আমরা এই কুয়াকাটা ঘুরতে আসি অনেক দূর থেকে। আমাদের অনেক সময় নানান সমস্যা হয়। এজন্য আমরা এই কুয়াকাটা সরকারি হাসপাতালে। যদি ডাক্তার দেখাতে যাই। সেখানে কোন ভালো চিকিৎসক এবং ভালো কোন নার্স নেই। এই হাসপাতলে বর্তমান একজন চিকিৎসক আছেন। আর দুই এক জন নার্স আছেন এবং দুই থেকে তিনজন কর্মচারী আছেন। তাছাড়া হাসপাতাল শূন্য। এবং যারা আছেন বর্তমান হাসপাতালে এরা সঠিকভাবে প্রতিদিন দায়িত্ব পালন করছেন না। তাই স্থানীয় জনগণের এবং কুয়াকাটা আশা পর্যটকের মন্তব্য হলো ।কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দৃষ্টি আকর্ষণ করে। তারা বলে নির্বাহী অফিসার যেন এটা সুষ্ঠুভাবে তদন্ত করে । জরুরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস। এবং আরো বলেন এই হাসপাতালে যদি ভাল ডাক্তার এবং ভালো নার্স থাকতো। তাহলে আমাদের কলাপাড়ায় হাসপাতলে ডাক্তার দেখাতে যেতে হত না। এবং পটুয়াখালী সদরে যাওয়া লাগতোনা
তাই কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের এর দৃষ্টি আকর্ষণ করছি। সে যেন এ বিষয়টি খুব ভালো করে দেখেন। এই বলে কুয়াকাটা জনগণের আশ্বাস।