কুষ্টিয়ার ভেড়ামারার ১০ মাইল নামকস্থানে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের দুর্ঘটনায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন(৫৮) আহত হয়েছেন।

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫, (বুধবার) কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামকস্থানে আজ দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন’কে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে। ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানী ঢাকাতে বসবাস করেন। রাজনীতির কারণে নিজ এলাকায় যাতায়াত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কুষ্টিয়া শহর থেকে প্রাইভেট কারে ভেড়ামারায় ফিরছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১০মাইল নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানের সাথে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ফরিদা ইয়াসমীন এবং তার গাড়ী চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া দ্রুত জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং কর্তরত ডাক্তার তাকে ভর্তি করে নেন। খবর পেয়ে ফরিদা ইয়াসমিনকে দেখতে জেলা বিএনপির নেতৃবৃন্দরা হাসপাতালে ছুটে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ হোসেন ইমাম বলেন, ফরিদা ইয়াসমিন গুরুত্বর আহত হয়েছেন। তিনি মাথা ও কপালে আঘাত পেয়েছেন। তাকে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে। রির্পোট আসলে বাকিটা বলা যাবে।

কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ফরিদা ইয়াসমিন আপার চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে।

এ ব্যাপারে, কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলন, কার্ভাড ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি দুই পক্ষই মিমাংসা করে নিতে চান।