মৃত স্বপ্না মেহেরপুর জেলার গাংনী উপজেলার পুরাতন মঠমুড়া এলাকার হাসিবুল ইসলাম সুজনের স্ত্রী। হাসিবুল ইসলাম সুজন পেশায় একজন মোবাইল মেকানিক্স, তার গাংনী থানার বামুন্দী বাজারে “মোবাইল হাসপাতাল” নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে।
ষ্টেশনে উপস্থিত থাকা জনগণ বলেন, মৃত মহিলাটি বিকেল বেলা ষ্টেশনে এসে একাই বসে ছিল। সন্ধার পর খুলনা থেকে রাজশাহীগামী লোকাল “মহানন্দা” ট্রেনটি আসলে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। প্রথমে তার পরিচয় জানা না গেলেও স্যোসাল মিডিয়া (ফেসবুক) এর মাধ্যমে ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে মুখ ও পোশাক দেখে সুজন বুঝতে পারে এটা তার স্ত্রী।
মৃত নুরজাহান ওরফে স্বপ্না ২ সন্তানের জননী। সুজন ও স্বপ্না দম্পতির ঘরে তাহারত (১০) নামে একটি কন্যা ও তাওহীদ (৩) নামের একটি পুত্র সন্তান রয়েছে। মৃত স্বপ্না একই উপজেলার বাওট এলাকার মৃত রেজাউল করিমের মেয়ে। জানযায় পাবিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। পরে পোড়াদহ রেলওয়ে পুলিশ (জিআরপি) ট্রেনে কাটা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং লাশটি পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যান।
ষ্টেশনে উপস্থিত থাকা জনগণ বলেন, মৃত মহিলাটি বিকেল বেলা ষ্টেশনে এসে একাই বসে ছিল। সন্ধার পর খুলনা থেকে রাজশাহীগামী লোকাল “মহানন্দা” ট্রেনটি আসলে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। প্রথমে তার পরিচয় জানা না গেলেও স্যোসাল মিডিয়া (ফেসবুক) এর মাধ্যমে ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে মুখ ও পোশাক দেখে সুজন বুঝতে পারে এটা তার স্ত্রী।
মৃত নুরজাহান ওরফে স্বপ্না ২ সন্তানের জননী। সুজন ও স্বপ্না দম্পতির ঘরে তাহারত (১০) নামে একটি কন্যা ও তাওহীদ (৩) নামের একটি পুত্র সন্তান রয়েছে। মৃত স্বপ্না একই উপজেলার বাওট এলাকার মৃত রেজাউল করিমের মেয়ে। জানযায় পাবিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। পরে পোড়াদহ রেলওয়ে পুলিশ (জিআরপি) ট্রেনে কাটা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং লাশটি পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যান।