গত ১৬ আগস্ট ২০২৫ (শনিবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে হামিদুল ইসলাম (৪৬) কে গ্রেপ্তার করেন মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামি মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক। শুধু তাই নয় আসামি হামিদুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ)’র থেকে ইউপি চেয়ারম্যান পদের জন্য মনোনীত পদপ্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে। আটককৃত আসামিকে মিরপুর থানার একটি নাশকতা মামলার সন্ধীগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে মিরপুর থানা পুলিশ।