গত ৩১ সেপ্টেম্ববর ২০২৫ (রবিবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন (৬০) কে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

গত রবিবার সন্ধ্যায় মালিহাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মিরপুর থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে। আটককৃত ইউপি চেয়ারম্যানকে মিরপুর থানার একটি নাশকতা মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর থানা সূত্রে জানা যায়, চলতি বছরে গত ৯ ফেব্রুয়ারি মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গায় কতিপয় আওয়ামীলীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি গোপন মিটিং পরিচালনা করছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামীলীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিক ৫ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সে সময় বেশ কিছু নেতাকর্মী পালিয়ে যায়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মিরপুর থানায় ১৫ জনের নাম ও অজ্ঞাত ২০-৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়নের সভাপতি আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, 'মিরপুর থানার একটি নাশকতা মামলায় মালিহাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়নের সভাপতি আকরাম হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘœ রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'