গত ০১ সেপ্টেম্ববর ২০২৫ (সোমবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া কেন্দ্রীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান মজনু বলেন, মসজিদের নিজস্ব অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অংশে মসজিদ সংশ্লিষ্ট ৩শ’ মিটারের মধ্যে ইপিলিপিল গাছের চারা লাগিয়ে বাগান তৈরি করা হয়। ঝড়ে কিছু গাছ ক্ষতিগ্রস্থ হলে এলাকাবাসী ঐ সকল গাছ বিক্রয় করে মসজিদের ক্যাশিয়ারের নিকট নগদ অর্থ জমা করেন। আমি এ ব্যাপারে অবগত ছিলাম না। কিন্তু কিছুদিন পরে সাংবাদিকরা আমার কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে আমি সঠিক তথ্য দিতে পারি নাই।

পরবর্তীতে এলাকাবাসী ও মসজিদের ক্যাশিয়ারকে গাছ বিক্রয়ের বিষয় অবগত করলে, ক্যাশিয়ার জানায় প্রাপ্ত অর্থ দিয়ে মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়েছে। এ সময় মসজিদ কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবু, রজব আলী খান, তুহিন আহমেদ, সানোয়ার হোসেন, ফারজুল ইসলাম, আকিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।