গত ১৬ আগস্ট ২০২৫ (শনিবার) কুষ্টিয়া সদর পুলিশ লাইনের সম্মুখে আনুমানিক রাত ১১টা ৩০মিনিটের সময় শ্যামলী পরিবহন বাসটি মটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মীর জিয়াউর রহমান, মঙ্গলবাড়ীয়া বাজার কমিটির সাধারন সম্পাদক। তিনি কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডের মঙ্গলবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিমেন্ট-চাউলের ব্যবসায়ী।
জানা যায়, মীর জিয়াউর রহমান ব্যবসায়ী কাজে শহরে গিয়েছিলেন এবং কাজ শেষে বাড়ী ফেরার পথে শ্যামলী পরিবহন বাসটি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটায়।