নওগাঁয় বাংলাদেশ বই কিনি উৎসবের আহ্বায়ক কমিটি গঠন গঠন করা হয়েছে।


গতকাল মৃত্তিকা এ্যাডফার্মের অফিস কার্যালয়ে বিশিষ্ট কবি ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়নের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রত্যয় হামিদ আহ্বায়ক ও অনিন্দ্য তুহিন সদস্য সচিব করে ৭ সসদ্যবিশিষ্ঠ বাংলাদেশ বই কিনি উৎসব -এর নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, আশরাফুল নয়ন, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ, অনিমা দেবনাথ ও মো. আবু রেজা।