গত  ১০ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক রাত ৮ টা ৪৫ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক মিরপুর জিয়া রোড এলাকায় মেহেরপুর হতে কুষ্টিয়াগামী ‘‘রবিন এক্সপ্রেস (কক্সবাজার-জ-০৪-০০২১’’ বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯,৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক সিজার মূল্য ২৯,২৭,১০০/- (ঊনত্রিশ লক্ষ সাতাশ হাজার একশত) টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদর মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সাধারণ ডায়েরী করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)অধিনায়ক জানান সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এ সকল উল্লেখযোগ্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।