ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে লাবিব মল্লিক (১৩) নামের ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে তার মা গুরুত্বর আহত হয়েছে। 
শনিবার (১২ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এঘটনা ঘটে । লাবিব ঐ গ্রামের সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের পুত্র এবং কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয় গ্রামবাসী জানায়, শনিবার সকালে স্কুল ছাত্র লাবিব তার বাড়ির পাশে বাগানে খেলতে গিয়েছিল। সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার মা লাবনী আক্তার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কাওলিবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া জানান, বিদ্যুতের তারে জড়িয়ে লাবিব নামের এক স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়া স্কুলের শিক্ষক ও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার জন্য পল্লী বিদ্যুতের লোকজনকে দায়ী করছেন।