কুড়িগ্রাম শহরের চর কুড়িগ্রাম সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত "সততা আইসক্রিম" ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমোদন ছাড়াই দীর্ঘ প্রায় দুই বছর ধরে ভেজাল ক্যামিক্যাল মিশিয়ে শিশুদের জন্য আইসক্রিম, পটেটো চিপসসহ আট প্রকার খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
সোমবার (১২ মে) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন এর নেতৃত্বে অভিযানে ৫২ বস্তা আইসক্রিম ও একটি প্যাকেজিং মেশিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া ফ্যাক্টরির মালিক আলমগীর হোসেনকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়।


জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, বিএসটিআই অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, খাদ্য পণ্য ভেজাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৪ মে ভূরুঙ্গামারী উপজেলায় বিএসটিআই অনুমোদনহীন আইসক্রিম ও সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানা সিলগালা করা হয়।