বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও লুটপাটের মামলায় মিলন মিজি ওরফে চাক্কু মিলন (৩০) কে পুলিশ চাক্কু সহ গ্রেফতার করেছে।
জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের সবুজ  ছায়া নামক রেষ্টুরেন্ট ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি মিলন মিজি ওরফে চাক্কু মিলন।সোমবার দুপুরে শহরের লিচুতলা এলাকা থেকে পুলিশ চাক্কু মিলনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুইটি হত্যা ও একটি ভাংচুরসহ ৫টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলায় ১৩ টি মামলার আসামি গ্রেফতারকৃত মিলন।
পুলিশ পরিদর্শক সজিব দে এই প্রতিবেদককে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রমান রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ওই ঘটনায় তার বিরুদ্ধে দুইটি হত্যা ও একটি ভাংচুরসহ ৫টি মামলা রয়েছে সদর থানায়। এছাড়াও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলায় মাদকসহ  সর্বমোট ১৩টির বেশি মামলার আসামি গ্রেফতারকৃত এই মিলন।
মিলন মিজি ওরফে চাক্কু মিলন শহরের কোটগাঁও এলাকার আক্কাছ মিজির পুত্র।