ফরিদপুর সড়ক বিভাগ এর অধীনে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন এর সুতারকান্দা খালের উপর ব্রীজ নির্মাণ কাজে শুরু থেকে ব্যাপক অনিয়ম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ফরিদপুর সড়ক বিভাগের অধীনে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন এর সুতারকান্দা খালের উপর ব্রীজ নির্মাণ কাজ চলছে। মেসার্স সাইদুল ইসলাম কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান  ১৩ কোটি টাকা মূল্য চুক্তিতে কাজটি করছেন বলে জানান। 
তবে কাজের শুরু থেকে অনিয়ম দেখা যায়। ব্রীজ নির্মাণ কাজের স্হানে নেই কোন প্রকল্প ব্যয় কবলিত কোন সাইনবোর্ড। ব্রীজের কাজের শুরুতে ভল্লিতে,ব্রীজের পীলার নির্মাণ সময় লোহার খাচা ভেঙ্গে যাওয়া সহ ১১ মে রবিবার গভীর রাতে ব্রীজের ঢালাই কাজ করে শেষ করেন।
স্হানীয় লোকজন জানান পাথর ও বালু বেশি তাতে সিমেন্ট কম দিয়ে তড়িঘড়ি করে ব্রিজ নির্মাণ কাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। রাতের বেলায় ব্রীজের পাইলিং ও বেইজ নির্মাণ কাজ হয়েছে। 

এ বিষয় ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স সাইদুল রহমানের স্বত্বাধিকারী সাইদুর রহমান বলেন,আমার নিজ নামে  মেসার্স সাইদুল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও ব্রীজ নির্মাণ কাজ করছে বিএনপি নেতা মিতুল ও পলাশ। 

ফরিদপুর সড়ক বিভাগের এ কাজের দায়িত্বরত এসও রফিক হোসেন এর নাম্বার ০১৭১৭৩৬০৩৪৪  ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। 

রাতের বেলায় তড়িঘড়ি করে ব্রীজের কাজ করার নির্মাণ কাজ যথাযথ হয়নি বলে এলাকাবাসী মনে করেন।