ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এই ইয়ুথ কপ অনুষ্ঠিত হয়।
রবিবার কুড়িগ্রামের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে সকাল ১০টা হইতে দুপুর ২ টা পর্যন্ত রিজিওনাল ইয়ুথ কপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলা থেকে ৪০ জন যুব সংগঠনের প্রতিনিধিদের ৪ টি গ্রুপ করে ৪ টি কাজের মাধ্যমে সমস্যা ও সমানের বিষয় তুলে ধরা হয়।
নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, চ্যানেল এস-এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন।এ সময় বক্তব্য রাখেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম রশিদ আলী, উলিপুর যুব ফোরামের সাধারন সম্পাদক জান্নাতুন ফেরদৌসী।
একশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার, পার্টনারশিপ এন্ড প্রোগ্রাম আরিফ সিদ্দিকী, সিনিয়র অফিসার পি৪সি নিয়াজ ইসলাম আরিফ , উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ফারিহা সুলতানা অমি। সর্বশেষে সিএসএদের মাঝে সনদ বিতরণ করা হয়।