নিহত ছামিনা বেগম কচাকাটা ইউনিয়নের ভোটেরহাল্ল্যা গ্রামের মৃত নাদের আলীর মেয়ে। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী আলী আহাম্মেদের (৪৫) সঙ্গে তার পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। অভিযোগ রয়েছে, স্বামী প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করতেন। ঘটনার দিন সকালে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তার মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করলে মানসিকভাবে ভেঙে পড়েন ছামিনা।
এরপর সকাল ১০টার দিকে তিনি ইঁদুর মারার বিষ গ্রহণ করেন। বিষপানের পরেও কিছু সময় স্বাভাবিকভাবে বাড়ির কাজ করছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই, কচাকাটা বাজারের কাছাকাছি পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে নিহতের বড় ভাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কচাকাটা থানার এসআই মামুন ও এক নারী পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে
এখন পর্যন্ত কোন আসামিকে ধরতে পুলিশ সক্ষম হয়নি
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে