ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। 
আজ শুক্রবার (৪ জুলাই) কলাপাড়া উপজেলার ধূলাশহর ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংকের কলাপাড়া উপজেলা শাখার ব্যবস্থাপক মীর তৌহিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “বিএনপি আগামীর জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে। এজন্য সকল নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। জনগণের আস্থা অর্জন করে তাদের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মানবিক দিক বিবেচনায় যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজের প্রত্যেক বিত্তবানকেও এই দুর্যোগময় মুহূর্তে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ উপকূলীয় এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষাপটে শাহজালাল ইসলামী ব্যাংকের এ ধরনের সহযোগিতা স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতা সৃষ্টি করেছে।