বৃহস্পতিবার (১৭ জুলাই) খাগড়াছড়ি পৌর এলাকায় পাহাড়ী ছাত্র পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে
একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্ত মঞ্চের সামনে সমাবেশ করেন।
সমাবেশে বক্তরা বলেন,এ ধরনের বর্বর ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নয়,পুরো নারী সমাজের উপর করা হয়েছে। আমরা এর বিচার চাই, এধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয় সমাবেশ থেকে।
সমাবেশে তারা নিম্নলিখিত দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরেন,অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা হোক। ভূক্তভোগী শিক্ষার্থীর মানসিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হোক। পার্বত্য চট্টগ্রামে নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হোক।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকদের বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘ নারীর নিরাপত্তা নিশ্চিত করো’—এমন নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে স্লোগান দেন।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী , মানবাধিকার সংগঠনের প্রতিনিধি প্রমূখ