খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিমপাড়া এলাকার বিবাহিতা নারীকে ধর্ষনের অভিযোগে মোঃ হারুনুর রশিদ (৩৬) নামে ১ যুবককে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। সোমবার (১২মে) দীঘিনালায় থানায় ধর্ষনের শিকার নারী নিজে বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। ধর্ষনকারী দীঘিনালা মেরুং ইউনিয়নরে বেলছড়ি এলাকার মো: মমতাজ আলী সওদাগরের তৃতীয় ছেলে মোঃ হারুনুর রশিদ। জানাযায়, ঘটনাটি ঘটে ১০মে সকাল সাড়ে ৯টায় বিবাহীত নারীর পিতার বাড়িতে । বিবাহীত নারীর ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে মো: হারুনুর রশিদ প্রতিনিয়ত আসা যাওয়া করত এবং পরিচয় হয়। গত ০৬-মে বিবাহীত নারী তার শশুর বাড়িতে থাকাকালীন সময় স্বামীর সাথে মনোমালিন্য ও ঝগড়া হওয়ায় পিতার বাড়িতে সংবাদ দিলে ভাই ও তার বন্ধু মো: হারুন অর রশিদ তাহার শশুর বাড়ি গিয়ে নিয়ে আসে। মো: হারুনুর রশিদ তার বন্ধুর বোনের প্রতি কু-দৃষ্টি পরে এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদান করতে থাকে। গত ১০-মে সকাল সাড়ে ৯টায় বিবাহীত নারী বাপের বাড়িতে তার পিতা-মাতা অনুপস্থিতে তাকে ধর্ষন করে। ধর্ষনের ঘটনায় বিবাহিত নারী বাদী হয়ে ১১-মে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছে। দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১)ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
খাগড়াছড়িতে গৃহবধু ধর্ষনের অভিযোগে গ্রেফতার ধর্ষক
শেয়ার করুন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিমপাড়া এলাকার বিবাহিতা নারীকে ধর্ষনের অভিযোগে মোঃ হারুনুর রশিদ (৩৬) নামে ১ যুবককে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ



