খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, আদিকাল থেকে জঙ্গল কেটে বিভিন্ন গোত্র বসবাস শুরু করেন সেই থেকে গোত্রের নেতা নির্বাচনের বিষয়ে ভোটের প্রথা চালু হয়েছে। কালের বিবর্তনে জনবসতি বৃদ্ধির সাথে সাথে নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এখনো গনতন্ত্র নেই, রাজতন্ত্র রয়েছে সেখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। আমরা সৌভাগ্যবান কারণ আমরা গনতন্ত্রের চর্চা করি। নারী পুরুষ একত্রে ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে থাকি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোটাধিকার অত্যন্ত জরুরি।
''তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৭ম ভোটর দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ২ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন বলেন, জুলাই আগস্টের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশে গঠনে বৈধ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় থেকে জাতীয় পর্যায় প্রতিনিধি নির্বাচনে মূখ্য ভূমিকা রাখবে ভোটাররা।
ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কামনা করেন।
ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান ,উপজেলা ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান , , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান , বাদশা গাজী প্রমুখ।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্ৰহনকারী ভোটার নিবন্ধনে অংশ নিতে পারবে।
খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ চলমান কার্যক্রম উপজেলার সেনহাটি ইউনিয়নে ৩ ও ৪ মার্চ , আড়ংঘাটা ইউনিয়নে ৬ মার্চ ,যোগীপোল ইউনিয়নে ৭ ও ৮ মার্চ , দিঘলিয়া ইউনিয়নে ৯ , ১০ ও ১১ মার্চ নিবন্ধন করা হবে। এছাড়াও নিবন্ধন থেকে বাদ পড়া ভোটারদের নিবন্ধনের জন্য আগামী ১২ মার্চ সুযোগ থাকছে।
পূর্বে ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৭০ জন। বর্তমান এ উপজেলায় ভোটার রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩ শত১০জন এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৪ শত ৭৮ জন, মহিলা ভোটার ৬৫ হাজার ৮ শত ৩২ জন।