ডুমুরিয়া ফুলতলা ০২ টি থানা নিয়ে খুলনা ০৫ আসন জামায়েত প্রার্থীর সোডাউনে সরগরম দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই এলাকার মানুষ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার ২৮ তারিখ ফুলতলা উপজেলায় ভোটার সমাবেশ দিয়ে শুরু করেন কর্মযজ্ঞ ২৯ তারিখ চলে আসেন ডুমুরিয়া উপজেলায় সকাল সাড়ে দশটায় হাসানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোটার সমাবেশ দুপুর আড়াইটায় মিকশিমিল গার্লস স্কুল এ মহিলা ভোটার সমাবেশ সব জাগাতেই একই কথা ফ্যাসিবাদ এর পতন হয়েছে এখন আমাদের ঘুরে দাঁড়াবার সময় ইসলামী শক্তিকে কাজে লাগাতে হবে ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আমরা কি চাই বিগত সরকারের আমলে আমার প্রতি অনেক জুলুম হয়েছে তারও বর্ণনা দেন মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বর্তমানে দেশে চলছে জুলুম অত্যাচার এসব কিছুর মোকাবেলা করতে প্রয়োজন ইসলামী শক্তি কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আর জামাত ইসলাম সেই শান্তির অগ্রদূত তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা কে জয় যুক্ত করার আহ্বান রাখেন তিনি এই এলাকার মানুষ অবহেলিত কারণ বিল ডাকাতিয়া হল এই অঞ্চলের মানুষের দুঃখের স্পট বিগত সরকারের আমলে এই ডাকাতিয়া বিলের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা হয় নাই মানুষের আয়ের উৎস হলো এই ডাকাতিয়া বিল সেখানে এখন অথৈ পানি মানুষের কষ্টের কোন সীমা নাই তিনি ছুটে যাচ্ছেন এই এলাকার মানুষের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি দিচ্ছেন এভাবে পাশে থাকার এই এলাকার সহজ সরল মানুষ তার ডাকে সাড়া দিয়ে ছুটে চলছে তার পিছু পিছু তারাও চাচ্ছি অনেক সরকার তো দেখেছি এবার ইসলামিক শক্তিকে দেখতে চাই সাবেক এমপি মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার তার হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবেন এলাকার মানুষের জন্য এখন দেখার বিষয় কি হয় সামনের দিকে সবার শুধু অপেক্ষার পালা ডুমুরিয়া ফুলতলা বাসি পথ চেয়ে বসে থাকবে তারই প্রতিশ্রুতি সে কতটুকু রাখে