খোলা ভ্যানে ২০ কেজি গাঁজা নিয়ে মহাসড়ক পাড়ি দিয়েছে এক মাদক কারবারি। তবে তার শেষ রক্ষা হয়নি। দিনদুপুরে খোলা ভ্যানে করে ২০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন মাদক করবারি ভ্যান চালক মনির হোসেন সাগর (২৩) নামের এক মাদক ব্যবসায়ী । শুধু তা-ই নয়, এভাবে তিনি মহাসড়ক পাড়ি দিয়ে এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত চেকপোস্টে ধরা পরলেন।

গত ২৫ মে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মো. মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছিলেন। 

পুলিশ জানিয়েছে, এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় পুলিশ নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে বসে। এদিন কুমিল্লা থেকে হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি চেকপোস্টে থামানো হয়। ভ্যানটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ এবং ভ্যান চালক মাদক কারবারি মনির হোসেন কে আটক করা হয়।