গণঅধিকার পরিষদের ভেতরে আবারও তীব্র বিরোধ প্রকাশ্যে এসেছে। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে রবিউল আউয়াল অন্তর লিখেছিলেন— “এই ছোটলোক, মীরজাফরের বাচ্চাকে পরিষদ থেকে সরাতে পারলেই পরিষদের মঙ্গল! নুর ভাই'রও মঙ্গল!”
তবে পোস্টটি করার কিছুক্ষণ পরই তার ফেসবুক আইডিতে আর পোস্টটি পাওয়া যায়নি। পোস্টটি মুছে ফেলা হয়েছে নাকি অন্য কোনো কারণে দৃশ্যমান নেই— সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
অন্তরের এ মন্তব্যের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ভেতরের অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, দীর্ঘদিন ধরে পরিষদের অভ্যন্তরে নেতৃত্বসংক্রান্ত দ্বন্দ্ব এই বক্তব্যের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠলো।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅধিকার পরিষদ গঠনের শুরু থেকেই নেতৃত্বের দ্বন্দ্বে জর্জরিত। বিশেষ করে শীর্ষ নেতৃত্ব নিয়ে অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। রাশেদ খাঁনকে সরাসরি লক্ষ্য করে রবিউল আউয়াল অন্তরের মন্তব্য সেই দ্বন্দ্বকে আরও প্রকট করে তুললো।
অন্যদিকে সংগঠনের চেয়ারম্যান নুরুল হক নুরকে ঘিরেও বিভক্তির গুঞ্জন রয়েছে। অন্তরের মন্তব্যে সরাসরি নুরের নাম উল্লেখ করে “নুর ভাই’রও মঙ্গল” বলায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক অঙ্গনের অভিজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রকাশ্য আক্রমণাত্মক বক্তব্য সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে সামনে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে না পারলে গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ কতটা টেকসই হবে?