২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল—যেখানে ছাত্র-জনতার সম্মিলিত গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারবিরোধী শক্তির পতন ঘটে।

 সেই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে সকাল ১০টায় চেরাগআলী থেকে র‍্যালিটি শুরু হয়। শতাধিক নেতাকর্মী হাতে জাতীয় ও দলীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। র‍্যালিটি কলেজ গেট ঘুরে আবার চেরাগআলীতে এসে শেষ হয়।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, "জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থান ছিল একটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।"

ফ্যাসিবাদবিরোধী বক্তব্যে উত্তাল ছিল সমাবেশ, এ সময় বক্তারা বলেন, "ফ্যাসিবাদের দোসররা এখনও এদেশে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান থাকতে পারে না।"