গাইবান্ধা ফুলছড়ি বালাসীঘাট নৌ পুলিশ ফাঁড়ি,নেতৃত্বে অত্র ফাঁড়ির এসআই হাবিবুর রহমান,সঙ্গীয় অফিসার ফোর্সসহ বালাসী লঞ্চঘাট এলাকায় নৌ টহল ডিউটি করাকালে সময় দুজন ব্যক্তিকে সন্দেহ ভাবে ঘোরাফেরা করছিল তারা পুলিশের উপস্থিতি বুঝতে একজন পালিয়ে যায়,এবং সাজু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে বালাসিঘাট নৌ পুলিশ সে সময় তার হাতে থাকা কালো রংয়ের কাপড়ের ব্যাগে থাকা তিনশত পিচ নেশা জাতীয় যাদকদ্রব্য (এ্যাম্পল) উদ্ধার করেন।
পুলিশ পরিদর্শক মোরশেদুল আলম চৌধুরী,বলেন উদ্ধার ৩শত ইঞ্জেকশন এ্যাম্পলের অনুমানিক মূল্য ৬০,০০০ ষাট হাজার টাকা উক্তধৃত আসামী মোঃ সাজু মিয়া কে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামী মোঃ মোমিনুল ইসলাম যাহার পিতা মৃত হবিবর, সাং- সাতকুড়ি পশ্চিমপাড়া, থানা হাকিমপুর,জেলা-দিনাজপুর । উপরোক্ত আসামীদ্বয় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখে ব্যবসার উদ্দেশ্যে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪১ ধারার অপরাধ করিয়াছে। আসমীদ্বয়ের বিরুদ্ধে ফুলছড়ি থানায মামলা প্রক্রিয়াধীন।