গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে পুড়ে গেছে বাজারের ৩০ থেকে ৩৫টি দোকান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।