শুক্রবার বিকেল ৪টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ,সাধারণ সম্পাদক জাকেরুল মওলা,যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন,ডিবিসি নিউজের ঢাকা বিভাগীয় দায়িত্বে কর্মরত সাংবাদিক সোহেল তালুকদার,গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমি আক্তার পলি,এটিএন নিউজের জেলা প্রতিনিধি নওশাদ রানা সানভী,দেশ টিভির জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ সহ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন,সম্প্রতি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর পরিকল্পিতভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে।এ ঘটনা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়,সমগ্র দেশের গণমাধ্যমের জন্য একটি ভয়ংকর বার্তা।বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।বক্তারা আরও বলেন,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।পেশাগত দায়িত্ব পালনের সময় যেন কোনো সাংবাদিক হুমকি বা হামলার শিকার না হন,সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিকরা হামলা ও হত্যার শিকার হলে বিশেষ ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে।এসময় সমাবেশে বক্তারা সারা দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে প্রতিবাদ করতে আহবান জানান।মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মির্জাপুর প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছেন।এদিকে ৯ আগস্ট শনিবার বিকেলে সখিপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।