রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় অটোরিকশাচালক আরিফ হোসেন বাবু (৩৫) হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৭ জুলাই ভোর ৬টা ৩০ মিনিটের দিকে গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর নামাপাড়ার রেল লাইনের পাশে আরিফ হোসেন বাবুকে পূর্ব শত্রুতা ও টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র ও পাথর দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর আহত করে আসামিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৩, তারিখ- ২৮/০৭/২৫, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩১ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মীরেরবাগ বালুরচর এলাকা থেকে আসামি মোঃ মাসুম ওরফে  কালী মাসুম (৩০) ও মোঃ আজিম (৩৫) কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে রাত ২টা ১৫ মিনিটে মোঃ শাহিন ওরফে চাচা শাহিন (৩০), রাত ৪টা ১৫ মিনিটে মোঃ হৃদয় (২৫), এবং ভোর ৫টা ৪৫ মিনিটে মোঃ ফিরোজ কালু (৪১) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মোঃ মাসুম ওরফে কালী মাসুমের বিরুদ্ধে ১টি, মোঃ হৃদয়ের বিরুদ্ধে ৩টি (দস্যুতা ও মাদক), এবং মোঃ শাহিন ওরফে চাচা শাহিনের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।