গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো:মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি উপজেলা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, সেনাবাহিনী এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ইউএনও রিফাত আরা মৌরি জানান, ‘২৪ ঘণ্টার মধ্যে আন্দোলনকারীদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ‘দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।